কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টাইটানিকডুবি: ৩,০০০ মাইল দূর থেকে উদ্ধারের আকুতি শুনেছিলেন একজন

www.tbsnews.net প্রকাশিত: ২৪ মে ২০২৩, ১৯:৫১

১৯১২ সালে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় টাইটানিক হিমশৈলে ধাক্কা খাওয়ার পর জাহাজটির টেলিগ্রাফ অপারেটরেরা একাধিক ডিসট্রেস কল পাঠান — যদি কেউ শুনে সাহায্যের ব্যবস্থা করে এ আশায়।


ওইসব উদ্ধার সংকেত শুনে সবার আগে সাড়া দিয়েছিলেন একজন শৌখিন রেডিও অপারেটর — তাও টাইটানিকের অবস্থান থেকে ৪,৮০০ কিলোমিটার দূরে, যুক্তরাজ্যের দক্ষিণ ওয়েলস থেকে।


ওই ভদ্রলোকের নাম আর্থার মুর। শখের বসে নিজে নিজে টেলিগ্রাফের সংকেতগুলো আয়ত্ত করেছিলেন তিনি। রেডিওটিও তার নিজেরই তৈরি করা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও