যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে টিকটকের প্রথম চ্যালেঞ্জ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ মে ২০২৩, ১৬:২৫
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেছে টিকটক। গতকাল সোমবার (২২ মে) এই মামলা করে চীনভিত্তিক শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। গত ১৭ মে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ করা হয়। ফলে সেখানে ব্যক্তিগত ডিভাইসে টিকটক ব্যবহার করা যাবে না। গত বুধবার (১৭ মে) মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট এই নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেন। আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, টিকটকের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ব্যবসা এবং মন্টানার লাখ লাখ টিকটক ব্যবহারকারীর সুরক্ষার জন্য আমরা মন্টানার অসাংবিধানিক নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করছি।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১২ মাস আগে