রোদ থেকে ফিরে ত্বক জেল্লাহীন? বাড়িতে বানানো হলুদের টোনারেই ফিরবে ঔজ্জ্বল্য
বর-কনেকে বিয়ের আগে হলুদে মাখানোর রেওয়াজ রয়েছে বিভিন্ন ধর্মে। কিন্তু হলুদই কেন? হলুদ ত্বকের ঔজ্জ্বল্য বাড়িয়ে তোলে, তাই বিবাহবাসরে বর-কনের সাজগোজ যাতে আরও নজরকাড়া হয়, তা নিশ্চিত করতেই হলুদের ব্যবহারের রীতি চলে এসেছে প্রাচীনকাল থেকে।
বিভিন্ন সংস্থার নামীদামি প্রসাধনীতেও হলুদের ব্যবহার করা হয়। অনেকেই ঘরোয়া ফেসপ্যাকে এক চিমটে হলুদ মিশিয়ে দিতে পছন্দ করেন। টোনার হিসেবে হলুদের ব্যবহার করেছেন কি কখনও? হলুদ দিয়ে তৈরি টোনার কয়েক নিমেষের মধ্যেই ত্বকে আনে ঔজ্জ্বল্য। এমনকি, এর নিয়মিত ব্যবহার বলিরেখার সমস্যাও দূর করে। নিষ্প্রাণ ত্বকের হাল ফেরাতে বাড়িতেই বানাতে পারেন হলুদের টোনার।
কী ভাবে বানাবেন হলুদের টোনার?
এই টোনার বানাতে লাগবে কাঁচা হলুদ বাটা, অ্যালো ভেরা জেল, গোলাপ জল, লেবুর রস ও জল। প্রথমে এক গ্লাস জল গরম করে নিন। জল ঠান্ডা হলে তাতে দু’টেবিল চামচ কাঁচা হলুদ বাটা, এক টেবিল চামচ অ্যালো ভেরা জেল, দু’টেবিল চামচ গোলাপ জল, এক টেবিল চামচ লেবুর রস মেশান। এ বার মিশ্রণটি একটি কাচের স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। প্লাস্টিকের বোতলে এই টোনার রাখবেন না। এ ভাবে বানালে টানা ১৫ দিন হলুদের এই টোনার ব্যবহার করতে পারবেন।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- টোনার