উন্নয়ন টেকসই করতে বৈষম্য কমান

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২০ মে ২০২৩, ০৮:৩৫

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় রাজধানী ঢাকার দারিদ্র্য পরিস্থিতির যে চিত্র উঠে এসেছে, তাকে অতিশয় উদ্বেগজনক বললেও কম বলা হয়।


২ হাজার ৪৬টি খানা জরিপ করে বিআইডিএস বলেছে, ঢাকার বাসিন্দাদের ২২.৯০ শতাংশ দরিদ্র এবং মোট দরিদ্রের প্রায় ৫০ শতাংশ নতুন, অর্থাৎ আগে তাঁরা দারিদ্র্যসীমার ওপরে ছিলেন।


করোনা মহামারির পর বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠানগুলো যখন বিভিন্ন জরিপ দিয়ে দেখিয়েছিল দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেড়েছে, তখন সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছিল। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব জরিপের ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এখন সরকারি প্রতিষ্ঠানের জরিপেই বিচলিত হওয়ার মতো চিত্র পাওয়া গেল।


বিআইডিএসের জরিপ অনুয়ায়ী, করোনার আগে, অর্থাৎ ২০১৯ সালে দরিদ্র খানার আয়ের ৩৩ দশমিক ৬০ শতাংশ এসেছে আত্মকর্মসংস্থান থেকে। গত বছর সেটি বেড়ে ৩৮ দশমিক ৫৬ শতাংশ হয়েছে। ২০১৯ সালে দরিদ্র খানা বা পরিবারের মধ্যে ৩৯ দশমিক ২৯ শতাংশ এমএফএস বা মোবাইলে আর্থিক সেবা ব্যবহার করত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও