সার্বক্ষণিক উৎপাদনের সবচেয়ে সুলভ বিদ্যুৎ মিলছে ভারতের এনভিভিএন থেকে

বণিক বার্তা প্রকাশিত: ১৯ মে ২০২৩, ১০:০৩

দেশে বিদ্যুতের সরবরাহ আসছে প্রধানত সার্বক্ষণিক উৎপাদনে (বেইজ লোড) নিয়োজিত বিদ্যুৎ কেন্দ্র থেকে। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ৪৮। এসব বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা ১৪ হাজার ৪৯৫ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে ছয়টি আবার ভারতে অবস্থিত। এসব কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আমদানি চুক্তির ভিত্তিতে।


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) এপ্রিলে সার্বিক বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের তালিকা অনুযায়ী, সার্বক্ষণিক উৎপাদনে নিয়োজিত কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশের জাতীয় গ্রিডে সবচেয়ে সুলভে বিদ্যুৎ সরবরাহ করছে ভারতীয় প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন)। বাংলাদেশের জাতীয় গ্রিডে এনভিভিএন লিমিটেডের (ফার্স্ট ফেজ) বিদ্যুৎ সরবরাহ হচ্ছে প্রতি ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা) ২ টাকা ৫৭ পয়সা মূল্যে।


এক্ষেত্রে মূলত জ্বালানি ব্যয়কেই বহন করতে হচ্ছে বিপিডিবিকে। সংস্থাটিকে এনভিভিএনের বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনসংশ্লিষ্ট ‘পরিবর্তনশীল পরিচালন ব্যয়’ (ভিওএমপি) সংক্রান্ত কোনো খরচ বহন করতে হচ্ছে না। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত এক দ্বিপক্ষীয় চুক্তির (জিটুজি) ভিত্তিতে এ বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও