যে দোকানে এ বছর ১০০ কোটি ডলারের পণ্য চুরি হবে

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৮ মে ২০২৩, ১৯:৩২

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান টার্গেট জানিয়েছে যে সংঘবদ্ধ অপরাধীরা এ বছরে তাদের কাছ থেকে অতিরিক্ত ৫০ কোটি ডলারের পণ্য চুরি করবে। এ ধরনের চুরিকে কাগজে-কলমে ‘শ্রিঙ্ক’ হিসেবে চিহ্নিত করা হয়। গত বছর এই কোম্পানির যত পণ্য চুরি হয়েছিল, তার আর্থিক মূল্য ছিল ৭৬ কোটি ৩০ লাখ ডলার।


মার্কিন গণমাধ্যম সিএনবিসি জানিয়েছে, কোম্পানিটি আর্থিক যে হিসাব দাখিল করেছে, তা বিশ্লেষণ করে গত বছরের চুরির তথ্য পাওয়া গেছে। এ বছরে চুরির পরিমাণ বাড়বে এটা ধরে নিয়ে হিসাব করা হয়েছে যে শ্রিঙ্কের পরিমাণ এবারে ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।


তবে চুরির বিষয়ে সঠিক একটি হিসাব পাওয়া কঠিন। এর কারণ হলো, আরও কিছু কারণে মালামালের ক্ষতি হতে পারে, যেমন কর্মীদের মাধ্যমে চুরি এবং কিছু পণ্য নষ্ট হওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও