এডিস নিয়ন্ত্রণে ডিএনসিসির জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

জাগো নিউজ ২৪ ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয় প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১৫:৫৮

আসন্ন বর্ষা মৌসুমে এডিসের বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসির)। বুধবার (১৭ মে) রাজধানীর মিরপুর এক নম্বরের সনি সিনেমা হলের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। ডিএনসিসির এ কার্যক্রমে যুক্ত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও জাতীয় স্কাউট দল।


মূলত তারা বাড়ি বাড়ি গিয়ে মশক নিধন কার্যক্রম ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবে। জনসচেতনতা মূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা ব্যাপক প্রচারণা চালানোর সিদ্বান্ত নিয়েছি। ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে এবার মাঠ নামেছে বিএনসিসি ও স্কাউট। বিভিন্ন অঞ্চলে ৪০০মিটার গ্রিডে ভাগ করে এই সচেতনতা কার্যক্রম চালানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও