You have reached your daily news limit

Please log in to continue


এডিস নিয়ন্ত্রণে ডিএনসিসির জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

আসন্ন বর্ষা মৌসুমে এডিসের বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসির)। বুধবার (১৭ মে) রাজধানীর মিরপুর এক নম্বরের সনি সিনেমা হলের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। ডিএনসিসির এ কার্যক্রমে যুক্ত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও জাতীয় স্কাউট দল।

মূলত তারা বাড়ি বাড়ি গিয়ে মশক নিধন কার্যক্রম ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবে। জনসচেতনতা মূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা ব্যাপক প্রচারণা চালানোর সিদ্বান্ত নিয়েছি। ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে এবার মাঠ নামেছে বিএনসিসি ও স্কাউট। বিভিন্ন অঞ্চলে ৪০০মিটার গ্রিডে ভাগ করে এই সচেতনতা কার্যক্রম চালানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন