কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘সিন্ডিকেটের’ অ্যাম্বুলেন্স না নেওয়ায় খুলে দেওয়া হয় অক্সিজেন, পথেই রোগীর মৃত্যু

সমকাল পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১৪:৩২

সরকারি হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা ‘সিন্ডিকেটের’ বেসরকারি অ্যাম্বুলেন্স না নেওয়ার জেরে এক রোগীর নাকে লাগানো অক্সিজেনের নল খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পথেই ওই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পশ্চিমবঙ্গের সালার ফুলরি মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অক্সিজেন নল খুলে নেওয়ায় সালারের মাধাইপুর গ্রামের বাসিন্দা চাঁদতারা বিবি মারা গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। 


ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার রাতে তাকে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকজন। চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষার পর জানান অতি দ্রুত ডায়ালাইসিস করাতে হবে। সে জন্য কলকাতায় যাওয়ার প্রস্তুতি নেয় পরিবার। কিন্তু পূর্বপরিচিত অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যেতে চাইলে বাধা দেন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের চালকরা। তারা বলেন, রোগী নিতে হলে এখান থেকেই অ্যাম্বুলেন্স নিতে হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও