You have reached your daily news limit

Please log in to continue


মামলায় কেন সরকার হেরে যাচ্ছে

মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত প্রায় ২৮ হাজার আগ্নেয়াস্ত্র বিক্রি করতে ২০২০ সালে উদ্যোগ নেয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের যুক্তি, এগুলো অনেক পুরোনো, অপ্রচলিত এবং যুদ্ধাস্ত্র হিসেবে অকার্যকর। তবে এই উদ্যোগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে রিট হলে আগ্নেয়াস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দেন আদালত। আড়াই বছর পেরিয়ে গেলেও সেই রিটের নিষ্পত্তি হয়নি।

আবার ঢাকায় পরিত্যক্ত সম্পত্তি নিয়ে গত চার দশকে উচ্চ আদালতে যত মামলা হয়েছে, বেশির ভাগের রায় সরকারের বিপক্ষে গেছে। অবশ্য মামলাগুলো এখনো নিষ্পত্তি হয়নি। এই সুযোগে বছরের পর বছর ধরে পরিত্যক্ত সম্পত্তি দখলে রেখেছেন প্রভাবশালী ব্যক্তিরা।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য বলছে, উচ্চ আদালতে সরকারের স্বার্থসংশ্লিষ্ট এমন অনিষ্পন্ন ৮৬ হাজার ৭২৩টি মামলা রয়েছে। কেউ পদোন্নতি না পেয়ে, কেউ জমির মালিকানা পেতে, কেউ আবাসন প্রকল্পে, কেউবা ক্ষতিপূরণ পেতে মামলা করেছেন। বছরের পর বছর এসব মামলা ঝুলছে। এতে সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারি সম্পদ বেহাত হচ্ছে।

সরকারের মধ্যেই এখন প্রশ্ন উঠেছে, স্বার্থসংশ্লিষ্ট মামলায় সরকার কেন হেরে যাচ্ছে। এতে সরকারপক্ষের কোনো ব্যর্থতা আছে কি না। যেসব মামলায় সরকারপক্ষ জয়ী হতে পারেনি, সভায় তার কারণ খুঁজে বের করার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে প্রতিবেদন দিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি সচিবালয়ে ‘উচ্চ আদালতে চলমান সরকারি স্বার্থসংশ্লিষ্ট মামলা পরিচালনা কার্যক্রম পরিবীক্ষণসংক্রান্ত’ আন্তমন্ত্রণালয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

এর আগে ২০২১ সালের ১৮ নভেম্বর কমিটির প্রথম বৈঠক হয়। তিন মাস পরপর সভা হওয়ার কথা থাকলেও দুই বছর পর কমিটির দ্বিতীয় সভা হলো। কমিটির সর্বশেষ সভায় তিন মাস পর সভা করার নির্দেশ দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন