কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৃষ্টির দিনে বাইরে যাওয়ার সময়

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১০:৫১

শুরু হলো বৃষ্টি দিন। আর বৃষ্টির দিনে বাইরে যাওয়ার সময় যা খেয়াল না রাখলেই পড়তে হবে বিপাকে-



  • বৃষ্টির দিনে বাইরে যাওয়ার জন্য উজ্জ্বল রঙের পোশাক পরুন।

  • সুতির চেয়ে সিল্ক বা জর্জেটের পোশাক ব্যবহার করুন। কেননা এই পোশাক সহজেই শুকিয়ে যায় 

  • বর্ষায় বাইরে বেড় হওয়ার সময় অপরিহার্য উপাদান হচ্ছে ছাতা। দেশের সব শপিং সেন্টারেই ছাতা পাওয়া যায়

  • ইদানিং উজ্জ্বল রঙের ছাতা পাওয়া যায় যেগুলো আকারে ছোট, দেখতে সুন্দর, বহন করাও সহজ।

  • বৃষ্টিতে রেইনকোট পরতে পারেন। রেইনকোট পরার অভ্যাস থাকলে যে কোনো পোশাকই পরতে পারবেন, নষ্ট হবেনা 

  • বর্ষায় জুতা বা স্যান্ডেল নির্বাচনে সতর্ক ও যত্নবান হন। রাবারের স্যান্ডেল এসময়ের জন্য উপযোগী

  • রেইনবুট ব্যবহার করতে পারেন। মেয়েরা বাইরে যাওয়ার সময় অবশ্যই উচু জুতা এড়িয়ে চলুন। নয়তো ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

  • সাজগোজের ক্ষেত্রে ওয়াটার প্রুফ কসমেটিকস ব্যবহার করুন। ঘড়ির বেলায়ও একই কথা 

  • সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ এবং প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য চামড়ার ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের ফ্যাশনেবল ব্যাগ ব্যবহার করুন 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও