কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আশুলিয়ায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩

বাংলা ট্রিবিউন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রকাশিত: ১৭ মে ২০২৩, ০৮:৪৭

আশুলিয়ায় অনুমোদনহীন সিলিন্ডার মজুত ও রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ মো. বিল্লাল হোসেন (৩৬) ও নুর নবী (২২) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে তিন। এর আগে ১৫ মে বিকালে শরিফুল ইসলাম নামে একজন মারা গেছেন।


মঙ্গলবার (১৬) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মারা যান নুর নবী। রাত ৯টা ২৫ মিনিটে মারা যান বিল্লাল হোসেন।


এ ঘটনায় বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও