You have reached your daily news limit

Please log in to continue


কী থাকছে অ্যাপলের নতুন ল্যাপটপে, আভাস মিলল হঠাৎ করেই

তুলনামূলক ক্ষমতাধর এক প্রসেসরের মাধ্যমে নতুন ‘এম৩’ চিপসেট পরীক্ষা করছে অ্যাপল। এমনই তথ্য দিয়েছেন নির্ভরযোগ্য এক অ্যাপল বিশ্লেষক।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গারম্যানের তথ্য অনুসারে, ১২ কোরের প্রসেসর ও ১৮ কোরের জিপিইউ’সহ সম্ভাব্য এই চিপসেটের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল।

নিজের সর্বশেষ ‘পাওয়ার অন’ নামে পরিচিত নিবন্ধে গারম্যান দাবি করেন, তার এক সূত্রের পাঠানো অ্যাপলের ‘অ্যাপ স্টোর ডেভেলপার লগ’-এ দেখা যাচ্ছে, ম্যাকওএস ১৪’সহ এক অঘোষিত ম্যাকবুক প্রো ডিভাইসে এই চিপ চলছে।

গারম্যানের অনুমান বলছে, অ্যাপলের পরীক্ষা করা চিপটি মূলত প্রাথমিক পর্যায়ের ‘এম৩ প্রো’ চিপ, যা আগামী বছরের কোনো এক সময় উন্মোচনের পরিকল্পনা করছে কোম্পানিটি।

একইসঙ্গে ‘এম ৩’ শ্রেণির এই চিপে সেমিকন্ডাক্টর কোম্পানি টিএসএমসি’র আসন্ন তিন ন্যানোমিটার নোড প্রক্রিয়ার সুবিধা থাকবে বলে আশা করা হচ্ছে। আর পাঁচ ন্যানোমিটার থেকে তিন ন্যানোমিটারে রূপান্তরের এই পদক্ষেপে সিপিইউ-এ কোরের ঘনত্বও বাড়বে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন