![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-05%2F91b43aff-bfa2-469e-8242-730f6d5982e0%2Fbalochistan_clearance_operation_130523_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
পাকিস্তানে এফসির কম্পাউন্ড জঙ্গিমুক্ত করতে গিয়ে ৬ সেনা নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের (এফসি) একটি কম্পাউন্ড জঙ্গিমুক্ত করতে গিয়ে ছয় সেনা ও এক বেসামরিক নিহত হয়েছেন।
শুক্রবার প্রদেশটির মুসলিম বাগে এ ঘটনা ঘটেছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী।
বাহিনীটির আইএসপিআর এর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ‘সন্ত্রাসীদের প্রাথমিক আক্রমণ’ প্রতিহত করার পর শুরু হওয়া অভিযান শনিবার ভোরে শেষ হয়।