ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমায় গ্রিন টি

সমকাল প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১১:৩২

গ্রিন চায়ের গুণের কথা সবারই জানা। ওজন কমানো থেকে শুরু করে শরীর ঝরঝরে রাখা সব কিছুতেই গ্রিন টি-র ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে শুধু শরীর নয়, গরমে ত্বক যত্নে রাখতেও এই চা ব্যবহার করতে পারেন। এই চায়ে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান ত্বকে ক্যান্সারের ঝুঁকি কমায়। রোদে বেরোলেই অনেকের ত্বক লাল হয়ে যায়, জ্বালা করে। এ ক্ষেত্রেও গ্রিন টি প্রতিষেধক হিসেবে কাজ করে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে জানানো হয়েছে ত্বকের যত্নে গ্রিন টি ব্যবহারের কয়েকটি পদ্ধতির কথা।


ত্বকের যত্নে যেভাবে কাজ করে গ্রিন টি-


স্ক্রাব হিসাবে: ত্বকে়র মৃতকোষ দূর করতেও গ্রিন টি ব্যবহার করতে পারেন। হাতে এক চা চামচ গ্রিন টি-র পাতা ও ফেসওয়াশ নিয়ে সারা মুখে হালকা হাতে সারা মুখে ঘষে নিন। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন।


টোনার হিসাবে: রাস্তার ধুলোবালিতে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। যাদের ত্বক তৈলাক্ত ত্বক তাদের সমস্যা আরও বেশি। এ কারণে বাড়ি ফিরেই টোনার ব্যবহার জরুরি। গ্রিন টি টোনার হিসাবে দারুণ কাজ করে। বেশি করে গ্রিন টি বানিয়ে কাচের বোতলে ভরে রাখুন। বাইরে থেকে ফিরে বা রাতে ঘুমনোর আগে এই টোনার ব্যবহার করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও