উপকূলীয় এলাকায় ২০ ফূট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে
দেশ রূপান্তর
প্রকাশিত: ১২ মে ২০২৩, ১১:১৯
ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূলীয় এলাকায় ১০ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
আজ শুক্রবার (১২ মে) সকালে তিনি বিভিন্ন আবহাওয়ার মডেল বিশ্লেষণ করে এ তথ্য জানান।
ঘূর্ণিঝড় মোখার যাত্রাপথ ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ভৌগলিক অবস্থান তুলে ধরে দেশ রূপান্তরকে তিনি বলেন, কক্সবাজার জেলার উপকূলীয় এলাকাগুলোতে ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।