You have reached your daily news limit

Please log in to continue


নাগরিকদের জন্য শুভবুদ্ধি কত দূর?

মঙ্গলবার রাতে শুধু নয়, বেশ কয়েক রাত ধরে প্রচণ্ড গরমে সাতমসজিদ রোডের বৃক্ষ নিধনযজ্ঞের বিরুদ্ধে বিশালসংখ্যক তরুণ-তরুণী দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদের ভাষা মার্জিত, জনসাধারণের কোনো অসুবিধা সৃষ্টি না করে বেশ কয়েক দিন ধরে তাঁরা কথা বলেই যাচ্ছেন। মানুষের সমর্থন দিনে দিনে বাড়ছে।

ছেলেগুলোকে দেখে আমি স্মৃতিতাড়িত হই এবং ফিরে যাই আমার কৈশোরে। কৈশোরে আমি ছিলাম এক গণ্ডগ্রামে, যেখানে বিদ্যুৎ ছিল না এবং বিদ্যুৎ আসার আপাতত কোনো সম্ভাবনাও ছিল না। রাতে হারিকেন এবং প্রচণ্ড গরমে হাতপাখাই একমাত্র উপায়। কিন্তু এ রকম তাপ কখনো সহ্য করতে হতো না। স্কুলে যেতাম কোনো আমগাছের নিচে দিয়ে, সারি সারি সুপারিগাছের পাশ দিয়ে, তারপর লিচুবাগান এবং সবশেষে স্কুলের পাশে খালটা পেরিয়েই বিশাল বিশাল বৃক্ষ।স্কুলের সামনে নদী। চারদিকে টিনের ঘর, পাতার বেড়া এবং টিনের ঘরের ওপরেই এক সারি আমগাছ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন