![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/05/online/facebook-thumbnails/samresh-samakal-645a2f4167b0a.jpg)
‘আমি ফরিদপুরের মেয়ে শুনেই সমরেশদা গল্প জুড়ে দেন’
সমকাল
প্রকাশিত: ০৯ মে ২০২৩, ১৭:৩২
দীর্ঘদিন অসুস্থতার পর সোমবার মারা যান ‘কালপুরুষ’, ‘কালবেলা’সহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। পশ্চিমবঙ্গের প্রখ্যাত এই কথাসাহিত্যিকের মৃত্যুতে শোকের বিষণ্ণতা এপারেও নেমেছে। তার লেখা ‘কালবেলা’ অবলম্বনে সিনেমা বানিয়েছিলেন গৌতম ঘোষ। এই সিনেমার গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র ‘মাধবীলতা’র ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী পাওলি দাম।
লেখকের প্রয়াণের খবরে বিষাদ নেমেছে এই অভিনেত্রীর মাঝেও।কলকাতার একটি গণমাধ্যমে জানালেন সেই বিষাদ ও তার সঙ্গে সখ্যতার গল্প। বললেন,‘‘গৌতমদার নেতৃত্বে ‘কালবেলা’ করার সময়েই সমরেশদার সঙ্গে ব্যক্তিগত পরিচয়। ২০০৭-এ আমরা শুটিং শুরু করি।