কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারী ক্রিকেটে ছাঁটাই চলছে!

সমকাল প্রকাশিত: ০৮ মে ২০২৩, ১১:০১

৪ তারিখের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে ডান হাতে চোট পান পেসার লতা মণ্ডল। বোলিং হাতের দুই আঙুলের (তর্জনী ও মধ্যমা) মাঝে ছিঁড়ে যাওয়ায় তিনটি সেলাই লেগেছে। এক সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে বোলিং করা কঠিন মনে করেন বিসিবির চিকিৎসকরাই। অথচ লতাকে শ্রীলঙ্কাতেই দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে টি২০ ম্যাচ খেলতে। 


লতার চোট সম্পর্কে বিসিবি নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেলকে কিছুই জানায়নি টিম ম্যানেজমেন্ট। স্বর্ণা আক্তারের চোট সম্পর্কেও অবগত ছিলেন না তিনি। এখানেই শেষ নয়, জাতীয় দল ঢেলে সাজাতে গিয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দেওয়ার মতো ঘটনাও ঘটছে নারী ক্রিকেটে। অভিযোগ উঠেছে, নির্বাচক মঞ্জুরুল ইসলাম একক সিদ্ধান্তে সবকিছু করছেন। বিসিবি কর্মকর্তারাই মনে করেন, নারী বিভাগে মঞ্জু একমাত্র নির্বাচক হওয়ায় তাঁর সিদ্ধান্তকেই সঠিক বলে ধরে নেন, যেটা স্বেচ্ছাচারিতার পর্যায়ে পৌঁছে গেছে বলে অভিযোগ। গত এক বছর নারী ক্রিকেটে এত কিছু ঘটে গেলেও দেখার নেই কেউ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও