আঁটসাঁট বোলিং আর দারুণ গুগলিতে উইকেট রিশাদের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫২

প্রথম দুই ওভারে কোনো উইকেট নেই, রান দিলেন সাত করে। এরপর আরও নিয়ন্ত্রিত বোলিং করলেন রিশাদ হোসেন। ওভারপ্রতি পাঁচের একটু বেশি রান দিয়ে একটি উইকেট নিলেন হোবার্ট হারিকেন্সের এই লেগ স্পিনার।


অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে রোববার চমৎকার বোলিং করেন রিশাদ। মেলবোর্ন রেনিগেডসের বিপক্ষে ৪ ওভারে স্রেফ ২১ রান দেন তিনি, উইকেট নেন একটি।


২৪ বলের মধ্যে ১০টি ডট দেন বাংলাদেশের স্পিনার। হজম করেন দুটি বাউন্ডারি, নিজের প্রথম দুই ওভারে।


বিগ ব্যাশে অভিষেক আসরে বল হাতে ভালো করছেন রিশাদ। আগের ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ২ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও ওই ম্যাচে ছিলেন কিছুটা খরুচে, ৩ ওভারে দিয়েছিলেন ৩৩ রান।


অভিষেক ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে দারুণ ছিলেন রিশাদ। যদিও উইকেট পাননি। তবে ৩ ওভারে স্রেফ ১৮ রান খরচ করেছিলেন তিনি।


জিলংয়ে এদিন পাওয়ার প্লেতে আক্রমণে আনা হয় রিশাদকে। পঞ্চম ওভারে বল হাতে নিয়ে স্রেফ ৭ রান দেন তিনি। তার প্রথম তিন বল থেকে আসে তিনটি সিঙ্গল। পঞ্চম বলে জায়গা বানিয়ে এক্সট্রা কাভার ও লং-অফের মাঝ দিয়ে চার মারেন টিম সাইফার্ট। চতুর্থ ও শেষ বলে আসেনি কোনো রান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও