মিরপুরে ব্যস্ততা বেড়েছে ক্রিকেটারদের, গায়ে লাগছে বিপিএলের হাওয়া

প্রথম আলো প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ২১:৩১

অনুশীলন শেষ করে তখন একাডেমি মাঠ থেকে কেবলই বের হয়েছেন আকবর আলী। গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা স্পিনার নাঈম হাসান তাঁকে ডাকলেন দূর থেকে। মজা করে তিনি আকবরকে দিলেন ‘স্যালুট’ও। হাসতে হাসতে এগিয়ে আসা আকবরের সঙ্গে শুরু হয় নাঈমের আড্ডা আর গল্প।


একটু পরই দেখা গেল, নিজের গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন রিপন মণ্ডল। কদিন আগেই এশিয়া কাপ রাইজিং স্টারসে আলো ছড়িয়েছেন। সেই টুর্নামেন্টে তাঁর সতীর্থ মেহরব হোসেনের জন্য অপেক্ষা তাঁর। মেহরব আসার পর দুজন রওনা হলেন রাজশাহীর টিম হোটেলের উদ্দেশে।


মিনিট দশেক পর একাডেমি ভবনের ভেতর থেকে বেরিয়ে এলেন পেসার নাহিদ রানা। তাঁর গায়ে জাতীয় দলের অনুশীলন জার্সি দেখে এক সাংবাদিক বললেন, ‘আপনার বিপিএল দেখি এখনো শুরু হয়নি!’ রসিকতা বুঝতে পেরে নাহিদ হেসে উত্তর দিলেন, ‘এই তো আর কয়েক ঘণ্টা...।’ কথাটা বলেই চড়ে বসলেন রংপুর রাইডার্সের পাঠানো গাড়িতে, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ফ্র্যাঞ্চাইজির অনুশীলনে যোগ দিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও