কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘রাশিয়া নিষেধাজ্ঞা’ লঙ্ঘনের অভিযোগে বাইন্যান্স, তদন্ত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১৭:৫২

মার্কিন বিচার বিভাগের আরেকটি তদন্তের মুখে পড়তে পারে ক্রিপ্টো জায়ান্ট বাইন্যান্স। এবারে তদন্তের বিষয়, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার ‘সম্ভাব্য’ লঙ্ঘন।


শীর্ষ এই ক্রিপ্টো এক্সচেঞ্জ রাশিয়ার গ্রাহকদের জন্য দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে লেনদেনের সুযোগ দিয়েছে কি না, তা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ খতিয়ে দেখছে বলে উঠে এসেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে।


পাশাপাশি, ইরানের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে বাইন্যান্স অর্থ স্থানান্তর করেছে, আগের এমন অভিযোগ নিষ্পত্তির সম্ভাবনা নিয়ে বিচার বিভাগের আলোচনার কথাও জানিয়েছে সংবাদ সংস্থাটির বিভিন্ন সূত্র।


এর আগে ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।


ইউক্রেইনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদেরভ বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জকে একই সময় রাশিয়া ও বেলারুশের অ্যাকাউন্টগুলোর কার্যক্রম আটকে দেওয়ার আহ্বান জানালেও, তা নাকচ করা কোম্পানিগুলোর একটি ছিল বাইন্যান্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও