You have reached your daily news limit

Please log in to continue


চার্লসের রাজ্যাভিষেকে কার ছিল কেমন সাজ

যুক্তরাজ্যের রাজা হিসেবে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে গতকাল শনিবার রঙিন সাজে সেজে উঠেছিল। এই দিন একই সঙ্গে রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলারও। রাজা–রানি ও রাজপরিবারের সদস্য ঐহিত্যবাহী পোশাকে হাজির হয়েছিলেন এ অনুষ্ঠানে। আর দেশ-বিদেশের নেতা ও তারকারাও চোখ ধাঁধানো পোশাক পরে গিয়েছিলেন রাজ্যাভিষেক অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উইলিয়াম ও ক্যাথরিন তাঁদের নিয়মিত পোশাকের ওপর ফরমাল রোবস ও ম্যান্টল (গাউন) পরেছিলেনছবি: এএফপি

অনুষ্ঠানে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উইলিয়াম ও ক্যাথরিন তাঁদের নিয়মিত পোশাকের ওপর ফরমাল রোবস ও ম্যান্টল (গাউন) পরেছিলেনছবি: এএফপি

১৯৩৭ সালে রাজ্যাভিষেকের সময় রাজা ষষ্ঠ জর্জ লাল রঙের মখমলের রোব অব স্টেট পরেছিলেন। প্রায় ৮৬ বছর পর গতকাল দাদার পরা ওই মখমলি রোব অব স্টেট পরেই নিজের রাজ্যাভিষেকে এসেছিলেন চার্লস। এ ছাড়া তিনি রাজ্যাভিষেকর জন্য নির্ধারিত ক্রিমসন রঙের টিউনিক, সিল্কের তৈরি ক্রিম রঙের ওভারশার্ট ও রাজকীয় নেভাল ট্রাউজার পরেছিলেন। তবে রাজ্যাভিষেকের রাজপোশাকে পূর্বসূরিদের রীতির পাশাপাশি কিছু ব্যতিক্রমও রেখেছিলেন চার্লস।  

ঐতিহাসিক উল্লেখযোগ্য পোশাকের মধ্যে রাজা পরেছিলেন স্বর্ণখচিত সিল্কের সুপারটিউনিকা (কোট), রাজ্যাভিষেক তরবারির বেল্ট ও এর ওপরে সোনায় মোড়ানো কাপড়ের ইম্পেরিয়াল ম্যান্টল (গাউন)। ১৮২১ সালে রাজা চতুর্থ জর্জের জন্য এই ইম্পেরিয়াল ম্যান্টলটি তৈরি করা হয়েছিল। পরে রাজা পঞ্চম জর্জ, রাজা ষষ্ঠ জর্জ ও রানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের সময়ও এটি ব্যবহার করা হয়। এটি প্রাচীনতম রাজপোশাক। রাজা তৃতীয় চার্লসও গতকাল এটি গায়ে দিয়েই মাথায় মুকুট নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন