রাজতন্ত্রবিরোধী আটক, সমালোচনার মুখে যুক্তরাজ্য পুলিশ
রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানের দিন যুক্তরাজ্যে রাজতন্ত্রবিরোধী গোষ্ঠীর বিক্ষোভ থেকে ৫২ জনকে আটক করা হয়। এ ঘটনায় সংসদ সদস্য ও মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েছে স্থানীয় পুলিশ।
শনিবার (৬ মে) পুলিশের হাতে আটকদের মধ্যে রাজতন্ত্র বিরোধীগোষ্ঠী ‘রিপাবলিক’-এর প্রধান গ্রাহাম স্মিথও ছিলেন। যদিও ১৬ ঘণ্টা পর সন্ধ্যায় তিনি মুক্তি পান।
মুক্তি পাওয়ার পর গ্রাহাম স্মিথ বলেছেন, ‘যুক্তরাজ্যে আর শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার নেই। ’
এ ঘটনায় যুক্তরাজ্যের লেবার পার্টির বেশ কয়েকজন সংসদ সদস্য সমালোচনা করেছেন। ক্রিস ব্রায়ান্ট টুইটারে লিখেছেন, ‘বাক স্বাধীনতা হলো রূপালী সুতো, যা সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্রের মধ্য দিয়ে চলে। ’
লেবার পার্টির আরেক সংসদ সদস্য রিচার্ড বার্গন জানিয়েছেন, আটকের এই ঘটনায় তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
আরেক সংসদ সদস্য জারাহ সুলতানা বলেছেন, ‘আপনি রাজতন্ত্র সম্পর্কে যাই ভাবুন না কেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার গণতন্ত্রের মৌলিক অধিকার। ’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আটক
- বিক্ষোভ
- রাজ্যাভিষেক