যুক্তরাজ্যে পোশাক রপ্তানিতে ১৪% প্রবৃদ্ধি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বড় অভিঘাত পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতে। সে দেশের বাজারে পণ্য ও সেবার মূল্য অর্থাৎ মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে কয়েক মাস আগে। অতিসম্প্রতি মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে। এরপরও এপ্রিল শেষে ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ। ব্রিটিশ রিটেইলার কনসোর্টিয়ামের (বিআরসি) শঙ্কা, ২০২৩-এর গোটা বছরই অন্তত খাদ্যপণ্যে উচ্চ মূল্যস্ফীতির ধারা বজায় থাকতে পারে। এ পরিস্থিতিতেও যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশ সন্তোষজনক।
চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত গত ৯ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ, যা জোটগত প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চেয়েও বেশি। ২৭ দেশের জোট ইইউতে এ সময় রপ্তানি বেড়েছে ১২ শতাংশেরও কিছু কম। এ সময় যুক্তরাজ্যে রপ্তানি হয় ৩৮৫ কোটি ডলারের পোশাক। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রপ্তানি বেশি হয় প্রায় ১২ শতাংশ। গত ৯ মাসে দেশটিতে ৩৭৩ কোটি ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের।