ধানগাছে পোকার আক্রমণ, গোড়া পচা রোগে দিশেহারা রংপুরের কৃষক

বিডি নিউজ ২৪ রংপুর জেলা প্রকাশিত: ০৬ মে ২০২৩, ১৩:৫৭

রংপুরে ইরি-বোরো ধানে দেখা দিয়েছে পাতা মোড়ানো মাজরা পোকা।  পোকার আক্রমণে দিনদিন ধান গাছের পাতা হলুদ বর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। একইসঙ্গে গোড়া পচা রোগ দেখা দেওয়ায় ধানের ফলন নিয়ে চিন্তিত কৃষকরা। কিন্তু ফসল রক্ষার কোনো উপায় না পেয়ে দিশেহারা হয়ে পড়ছেন তারা।


চাষিরা বলছেন, পোকার হাত থেকে ফসল রক্ষায় বাজারে পাওয়া কীটনাশক জমিতে ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। তাদের আশঙ্কা, সময়মতো পোকা দমন করতে না পারলে এবার ইরি-বোরো উৎপাদন ব্যাহত হবে।


বৃহস্পতিবার-শুক্রবার সরেজমিনে জেলার বিভিন্ন মাঠ ঘুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় এসব তথ্য। তারা কৃষি কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন।


তবে কৃষি বিভাগ বলছে- তাদের কর্মকর্তারা মাঠে কাজ করছেন। এবার ফলন ভালো হয়েছে, পোকার আক্রমণে তেমন ক্ষতি করতে পারবে না।


সদর উপজেলার চিলমন পাঙ্গাটারী এলাকার কৃষক মজিবর রহমান টসা (৫৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে বলেন, আর কয়েকদিন পরেই গাছের ধান কাটা শুরু করার কথা, কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে পোকার আক্রমণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও