কী হচ্ছে ভিকারুননিসায়?
একটার পর একটা ঘটনা ঘটছে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। সাবেক অধ্যক্ষ থেকে বর্তমান অধ্যক্ষ এবং গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধেও সরকারি বিধিবিধান না মানার একাধিক অভিযোগ উঠেছে। অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে গভর্নিং বডির সদস্যদের বিরুদ্ধে। সর্বশেষ জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নিয়োগ দেওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ১৬২ জন অতিরিক্ষ শিক্ষার্থী ভর্তির অভিযোগ উঠেছে।
জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপনি নেগেটিভ নিউজগুলো করেন কেনো বলেন দেখি। যখন নেগেটিভ নিউজ আসে তখনেই আমাকে ফোন দেন। এর আগেও আমাকে দুই বার নেগেটিভ নিউজের জন্য ফোন দিয়েছেন। আমি জানি আপনি কী বলবেন। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আমি ১৬২ জনকে কেন ভর্তি করাবো। আমি আসলাম কাল।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে
৮ মাস, ৪ সপ্তাহ আগে