ক্রেমলিনে ড্রোন হামলা মস্কোর জন্য কতটা লজ্জার?
চলমান যুদ্ধের মধ্যে মস্কোর প্রাণকেন্দ্রে ক্রেমলিনে ইউক্রেইন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রুশ প্রশাসন, ফলে যুদ্ধের এক বছর পর উত্তেজনা প্রশমনের পরিবর্তে আরও চড়তে শুরু করেছে।
বুধবার ভোররাতে ওই ঘটনার পর ড্রোন নিষ্ক্রিয় করতে রেডার সরঞ্জাম ব্যবহার করেছে রুশ বাহিনী; সেখানে কেউ হতাহত হননি। আর প্রেসিডেন্ট পুতিনও তখন ক্রেমলিনে ছিলেন না বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
ক্রেমলিন ওই ঘটনার জন্য ইউক্রেইনকে দায়ী করে বলেছে, ওই হামলার উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করা।
অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ইউক্রেইন বলেছে, এটা রাশিয়ার নাটক।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ড্রোন হামলা
- হত্যা চেষ্টা