উত্তাপ ঠেকাতে ঢাকায় দুই লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়র আতিকের

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৭:৩৭

রাজধানী ঢাকায় আগামী দুই বছরের মধ্যে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ঢাকায় তীব্র তাপপ্রবাহের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএনসিসির সঙ্গে অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রকফেলার) মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। সেই চুক্তির কথা উল্লেখ করে মেয়র বলেছেন, ঢাকার তাপমাত্রা কমাতে ডিএনসিসি ও আর্শট-রকফেলার যৌথভাবে কাজ করবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ বুধবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন ডিএনসিসির মেয়র। অনুষ্ঠানে তিনি জানান, তাপপ্রবাহের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যক্রম পরিচালনার জন্য এশিয়ার প্রথম শহর হিসেবে ডিএনসিসিতে চিফ হিট অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে যারা ছাদবাগান করবে, তারা (হোল্ডিং ট্যাক্সে) ১০ শতাংশ ছাড় পাবে বলেও উল্লেখ করেন মেয়র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও