রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৮

সমকাল টেকনাফ প্রকাশিত: ০১ মে ২০২৩, ০৬:০২

সন্ত্রাসীদের ধরতে কক্সবাজারে টেকনাফের পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পসহ পাহাড়ি এলাকায় ড্রোন দিয়ে অভিযান চালিয়েছে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ। এসময় অস্ত্র ও মাদকসহ ৮ জনকে আটক করা হয়। 


রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের লেদা, আলীখালী, শালবাগান, জাদিমুড়া ও নয়াপাড়া রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্পসহ বেশ কয়েকটি দুর্গম পাহাড়ে অভিযান চালানো হয়। এ অভিযানের নেতৃত্ব দেন ১৬-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নূর।


এ বিষয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে থাকা ১৬-এপিবিএনের পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ক্যাম্পসংলগ্ন পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবরে অতিরিক্ত ডিআইজি স্যারের নেতৃত্বে আমরা পাহাড়ে থাকা সন্ত্রাসীদের ধরতে পাচঁটি রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করি। এতে ড্রোনের মাধ্যমে পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও