সৌদিতে এক সপ্তাহে সাড়ে ১০ হাজার অভিবাসী গ্রেপ্তার

সমকাল সৌদি আরব প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ২০:৩১

অবৈধভাবে প্রবেশ এবং বসবাস ও কাজ করার অনুমতি না থাকায় এক সপ্তাহে ১০ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটির একটি সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।


প্রতিবেদন অনুযায়ী, ২০ থেকে ২৬ এপ্রিল সময়ে ১০ হাজার ৬০৬ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বসবাসের অনুমতি-সংক্রান্ত আইন লঙ্ঘন করায় ৫ হাজার ৬২০ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ায় ৩ হাজার ৮২৫ জন এবং কাজের অনুমতি-সংক্রান্ত আইন লঙ্ঘন করায় ১ হাজার ১৬১ জন গ্রেপ্তার হয়েছেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও