জুস কেড়ে নেয়ায় বিমানবন্দরে তুলকালাম কাণ্ড!
একজন মার্কিন মহিলা মাকিয়া কোলম্যান (১৯) তার হাতে থাকা আপেলের জুস কেড়ে নেয়ার জন্য বিমানবন্দরের তিন কর্মকর্তাকে আক্রমণ করেন। আদালতের রেকর্ড অনুযায়ী মাকিয়া কোলম্যান নিরাপত্তা কর্মকর্তাদের ওপর বিরক্ত হয়েছিলেন তখন, যখন তার হাত থেকে আপেলের জুস কেড়ে নেয়া হয়। বিমানের শর্ত অনুসারে ফ্লাইটে তরল বহন অনুমোদিত নয়। মাকিয়া কোলম্যান চিৎকার করতে শুরু করেন এবং একটি ময়লার ঝুড়ি থেকে জুস বের করার চেষ্টা করেছিলেন। কিন্তু একজন টিএসএ অফিসার তাকে বাধা দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) নিরাপত্তা কর্মকর্তা ছিলেন তাদের ওপর হামলা করেন এই মার্কিন মহিলা।
মাকিয়া কোলম্যানকে বাধা দেয়া হলে, তিনি অন্যান্য পুলিশদের আক্রমণ শুরু করেন। এক পর্যায়ে তিনি একজন কর্মকর্তাকে কামড় দিয়েছিলেন, কনুই দিয়ে আরেকজনের মাথায় আঘাত করেছিলেন এবং তৃতীয়জনের চুল ধরে মেরেছিলেন। কয়েক মিনিটের মধ্যে, ফিনিক্স পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাকিয়া কোলম্যানকে গ্রেপ্তার করে।
- ট্যাগ:
- জটিল
- নিরাপত্তা
- বিমানবন্দর
- জুস