You have reached your daily news limit

Please log in to continue


পংকজ ভট্টাচার্য : ত্যাগী ও শুদ্ধ রাজনীতির বিরল প্রতিকৃতি

বিগত শতাব্দীর ষাটের দশকের গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, চট্টগ্রামের সুসন্তান, বিগত ছয় দশকের বাম প্রগতিশীল ছাত্র ও জাতীয় রাজনীতির শুদ্ধতমধারার অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি, বাম রাজনীতির বিভ্রান্তি এবং ডান রাজনীতির বিরুদ্ধে আপসহীন যোদ্ধা।

সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসার কারণে ডান ও বামÑ উভয় পক্ষের বিকৃত মনের কিছু লোকের নানা কটূক্তি, জীবনের ভীতি উপেক্ষা করে, এমনকি নিজের ভিটেমাটি হারিয়েও দেশমাতৃকার বেদিমূলে পুরো জীবন উৎসর্গকারী, ত্যাগের মহিমায় উত্তীর্ণ এবং জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ও জননেতা পংকজ ভট্টাচার্য ২৩ এপ্রিল রাতে প্রিয় স্বদেশের মাটিতে বলতে গেলে সাম্প্রদায়িক এবং লুটেরা রাজনৈতিক অর্থনীতির দুর্বৃত্তদের সঙ্গে সংগ্রামরত অবস্থায় শহীদের মৃত্যুবরণ করলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন