নির্বাচনের আগে তুরস্কে কুর্দি অঞ্চলে গণগ্রেফতার
নির্বাচনের আগে তুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোতে গ্রেফতার অভিযান শুরু করেছে তুর্কি পুলিশ। মঙ্গলবার দেশটির গোয়েন্দা সূত্র জানিয়েছে, কথিত জঙ্গি সম্পর্কের অভিযোগে ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। কুর্দিপন্থি একজন আইনপ্রণেতা বলেছেন, ১৪ মে নির্বাচনের সঙ্গে জড়িত অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, আইনজবীবী ও সাংবাদিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, গ্রেফতার অভিযানটির মূল মনোযোগ ছিল কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্ব তুরস্কের বৃহত্তম শহর দিয়ারবাকিরকে কেন্দ্র করে। নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১টি প্রদেশেই অভিযান চালানো হয়েছে।
প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এই অভিযানটি পরিচালনা করা হলো। ২০০২ সালে একে পার্টির নেতা রজব তাইয়্যেব এরদোয়ান ক্ষমতায় আসার পর এবারই সবচেয়ে কঠিন নির্বাচনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন।