কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গরমে প্রচণ্ড মাথাব্যথা হলে সমাধানে যা করবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ১২:০৫

তীব্র গরমে সবারই এখন নাজেহাল অবস্থা। এমন আবহাওয়ায় অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন। কারও হিট স্ট্রোক হচ্ছে, আবার কারও হচ্ছে হিট এক্সহউশন। আবার গরমে রোদে বের হলেই অনেকেই মাথাব্যথায় ভোগেন। এটিও কিন্তু একটি রোগের লক্ষণ।


বিশেষজ্ঞদের মতে, হিট হেডেক বা সামার হেডেকের কারণে এমনটি ঘটে। অর্থাৎ এমন এক বিশেষ ধরনের মাইগ্রেন যা গরমের কারণে শুরু হয়। গরমই এ ধরনের মাথা ব্যথার ট্রিগার। গরম বাড়লেই এজ্য কিছু মানুষের প্রচণ্ড মাথাব্যথা শুরু হয়ে যায়।


এই সমস্যা থেকে মুক্তির প্রাকৃতিক উপায়


এ ধরনের সমস্যা শুরু হলে ওষুধ খাওয়া ছাড়াও ঘরোয়া উপায়ে ব্যথা কমাতে পারেন-


১. ব্যথা কমাতে মাথায় ল্যাভেন্ডার বা পিপারমিন্ট এসেনশিয়াল তেল মাখুন।
২. তীব্র মাথাব্যথা হলে মাথায় আইস প্যাক দিন।
৩. বিভিন্ন ধরনের ভেষজ চায়ের চুমুক দিন, স্বস্তি মিলবে।
৪. গরমে প্রচুর পরিমাণে স্যালাইনের পানি পান করুন, এতেও সমস্যার সমাধান সম্ভব।


বাইরে বের হলে যেভাবে সাবধান থাকবেন


১. ছাতা ব্যবহার করতে হবে।
২. সানগ্লাস পরুন চোখে।
৩. ত্বকে সানস্ক্রিন লাগান।
৪. প্রচুর পরিমাণে পানি পান করুন।
৫. স্যালাইন পানি নিন সঙ্গে রাখুন ও কিছুক্ষণ পর পর পান করুন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও