কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যবসায়িক সফর আর কখনো মহামারির আগের পর্যায়ে ফিরবে না

প্রথম আলো প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩, ১২:০৭

ব্যয়বহুল ব্যবসায়িক ভ্রমণের দিন সম্ভবত চিরদিনের মতো শেষ হয়ে গেছে। বলা হয়েছে, ব্যবসায়িক ভ্রমণ আর কখনো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে না।


মর্নিং কনসাল্ট নামের এক গবেষণা প্রতিষ্ঠানের গবেষণার সূত্রে সিএনবিসি এই সংবাদ দিয়েছে। তারা বলছে, করপোরেট বাজেটে কাটছাঁট ও ভার্চ্যুয়াল পদ্ধতিতে কাজের ধারা জনপ্রিয় হওয়ার কারণে ব্যবসায়িক ভ্রমণের ধারা চিরদিনের মতো বদলে গেছে।


প্রতিবেদনের আরেকটি দিকে আলো ফেলা হয়েছে। সেটি হলো, ব্যবসায়ী জনগোষ্ঠীর বয়সেও পরিবর্তন এসেছে। বলা হয়েছে, ব্যবসায়িক উদ্দেশ্যে এখন যাঁরা ভ্রমণ করছেন, তাঁদের বয়স এখন আগের চেয়ে কম। তাঁরা এখন বিমানের সাশ্রয়ী শ্রেণিতে ভ্রমণ করেন। তবে বয়স্ক ব্যবসায়ীরা সাধারণত আরামদায়ক অভিজাত শ্রেণিতে বিমান ভ্রমণ করেন। তরুণ ব্যবসায়ীদের অর্ধেকের বার্ষিক আয় ৫০ হাজার ডলারের কম।


প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ধারার এক ব্যবসায়িক মডেল ধীরে ধীরে হলেও শিকড় ছড়াচ্ছে আর এর মধ্য দিয়ে দানা বেঁধে উঠছে এক ‘নতুন বাস্তবতা’।


ব্যক্তিগত ভ্রমণ বিশ্বজুড়েই বাড়ছে। কিন্তু মর্নিং কনসাল্ট জানাচ্ছে, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক ভ্রমণের হার স্থবির ছিল। ৪ হাজার ৪০০ জন মার্কিন নাগরিকের ওপর জরিপ চালিয়ে তারা দেখেছে, ২০২২ সালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যবসায়িক ভ্রমণের প্রবৃদ্ধি মাত্র ১ শতাংশ।


মহামারির আগের সময়ের তুলনায় অনেক কম মানুষ এখন ব্যবসা-বাণিজ্যের জন্য ভ্রমণ করছেন। যাঁরাও–বা তা করছেন, তাঁরা আগের চেয়ে ভ্রমণের হার কমিয়ে দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও