You have reached your daily news limit

Please log in to continue


কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব ফের বাতিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির রাইট শেয়ার ইস্যুর পুনর্বিবেচনা আবেদন ফের প্রত্যাখ্যান করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বিএসইসি প্রথমবার প্রত্যাখ্যান করে চলতি বছরের ২৯ জুন। এর একদিন পরেই কোম্পানি কর্তৃপক্ষ তাদের আবেদনটি পর্যালোচনা বা পুনর্বিবেচনা করার জন্য বিএসইসির কাছে ফের আবেদন জানায়। তবে সেই আবেদনও এবার প্রত্যাখ্যান করে দিল নিয়ন্ত্রক সংস্থাটি।

বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইটস ইস্যু) রুলস, ২০০৬ এর অধীনে, প্রত্যাখ্যান হওয়া রাইটস ইস্যু আবেদন পর্যালোচনা বা পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। সেই বিধান অনুযায়ী কমিশন কোম্পানিটির আবেদন পর্যালোচনা বা পুনর্বিবেচনা না করে বাতিল করে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন