মার্কিন শুল্কে ক্ষতিগ্রস্ত হবে ভারতে প্রধান যেসব খাত, কমবে ৪২ বিলিয়ন ডলারের রপ্তানি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১৮:২০

ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম কঠোর বাণিজ্য শাস্তিমূলক ব্যবস্থা। আজ বুধবার (২৮ আগস্ট) ভারতীয় সময় সকাল ৯টা ৩১ মিনিট থেকে (যুক্তরাষ্ট্রের সময় রাত ১২টা ১ মিনিট) কার্যকর হয়েছে এই নতুন শুল্ক। এর ফলে ভারতের প্রায় দুই-তৃতীয়াংশ রপ্তানি, যার বার্ষিক মূল্য ৬০ বিলিয়ন ডলারেরও বেশি, এখন এই শুল্কের আওতায় এসেছে। এর আগে চলতি মাসের শুরুতে শুল্কের হার ২৫ শতাংশ ঘোষণা করা হলেও, এখন তা দ্বিগুণ করা হয়েছে।


কেন এই কঠোর পদক্ষেপ?


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, রাশিয়ার কাছ থেকে ভারত ধারাবাহিকভাবে অপরিশোধিত জ্বালানি তেল ও সামরিক সরঞ্জাম কেনা চালিয়ে যাওয়াই এই উচ্চ শুল্ক আরোপের মূল কারণ। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী, এই নতুন শুল্ক হার সেই সব ভারতীয় পণ্যের ওপর প্রযোজ্য হবে, যা বুধবার বা তার পর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও