ঈদের ছুটিতে বান্দরবানে নেই পর্যটক, হতাশ ব্যবসায়ীরা
প্রতি বছর ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড় থাকে। আগেভাগেই বুকিং হয়ে যায় অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ। অথচ এবার ব্যতিক্রম। ঈদের টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটক নেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জেলায়। সেইসঙ্গে হোটেল-মোটেলের ২০ শতাংশ কক্ষও বুকিং হয়নি। এ নিয়ে হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ঈদের দ্বিতীয় দিন রবিবার (২৩ এপ্রিল) বিকালে জেলার পর্যটনকেন্দ্রগুলোতে স্থানীয় কয়েকজন পর্যটককে দেখা গেলেও বাইরের কোনও পর্যটকের দেখা মেলেনি। অলস সময় কাটাতে দেখা গেছে হোটেল-মোটেলের কর্মীদের।
জেলা শহরের নীলাচল পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা প্রিয়াঙ্কা রানি বলেন, ‘এখানের পর্যটনকেন্দ্রগুলো অনেক সুন্দর। দেখে খুব ভালো লেগেছে। আমরা শহর থেকে দুপুরে এসেছি। বিকালে আবার ফিরে যাবো।’