গরমে ওজন কমাতে পান করুন ৩ পানীয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩, ১০:২৭

গরমে ঠান্ডা কিছু পান না করলে যেন প্রশান্তি মেলে না। তাই বলে বাজারের বিভিন্ন ধরনের কোমল পানীয় পান না করাই ভালো। এগুলো ওজন বাড়িয়ে দেয়। তার চেয়ে বরং সুস্থ থাকতে ও ওজন কমাতে গরমে নিয়মিত পান করুন ৩ ওয়েট লস ড্রিংকস। আরও পড়ুন: ডায়েট ছাড়া ওজন কমানোর সেরা ছয় উপায় লেবু-আদার পানীয়


উপকরণ ১. পানি ১ লিটার ২. লেবু ২টি৩. আদা ১ ইঞ্চি৪. গোলমরিচ সামান্য ও৫. মধু ১ চা চামচ মধু।


পদ্ধতি


একটি বড় প্যানে ১ লিটার পানিতে দুটি লেবুর খোসা, গোলমরিচ ও আদা মিশিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। লেবুর খোসা সেদ্ধ না হওয়া পর্যন্ত জ্বাল দিন। এরপর ঠান্ডা করে পানি ছেঁকে একটি বড় গ্লাসে ঢেলে দিন। এরপর পানীয়ে মধু ও লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। নিয়মিত পান করলে ওজন কমবে আবার গরমে স্বস্তিও মিলবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও