নারীর ঈদ উদযাপন
উৎসব আয়োজন সেটা ঈদ হোক, পূজা পার্বণ হোক কিংবা পহেলা বৈশাখের মতো কোনো জাতীয় দিবস; উৎসব মানেই অফুরন্ত আনন্দ। উৎসবকে কীভাবে উদযাপন করা হবে এই ভেবে মাসখানেক আগে থেকে সবার কত শত পরিকল্পনা ও প্রস্তুতি থাকে, তাই না! তবে যেকোনো আয়োজনেই পরিবারের বিভিন্ন সদস্যের ভূমিকা ও সম্পৃক্ততা কিন্তু ভিন্নরকম থাকে।
নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত উৎসব উদযাপনের মানসিক উপযোগ থাকে শতভাগ। ছকবিহীন, বাধাহীন। কিন্তু সেই সময়টা পার হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে উৎসব মানে শুধুই ব্যস্ততা। খেয়াল করুন তো, আপনি যখন উৎসবের বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়েছেন তখন আপনার মাকে কিংবা পরিবারের অন্য নারী সদস্যদের কী করতে দেখেছেন?