![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252F75bc49d7-a3a4-47dd-a3fc-a82c93b1bb9f%252F________________logo.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D50%26w%3D300)
স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
প্রথম আলো
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ২১:০৫
বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। আজ ২৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ২১৩ জনের নাম ঘোষণা করা হলো।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন করেন। কমিটিতে ২০ জনকে সহসভাপতি ও ২৮ জনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। এর মধ্যে ইয়াছিন আলী জ্যেষ্ঠ সহসভাপতি ও সাইফুল ইসলামকে (ফিরোজ) জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক করা হয়। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হাসান, প্রচার সম্পাদক পদে জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন মনোনীত হয়েছেন।