দ্রগবার অচেনা এই চেলসি আগামী মৌসুমে ইউরোপে থাকবে তো
প্রথম আলো
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ১৪:৩৫
চেলসিকে সেরা সময়ে দেখেছেন দিদিয়ের দ্রগবা। ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে সেই সময়ে ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও একাধিক লিগ শিরোপা। সেই দ্রগবা এখন চেলসিকে চিনতে পারছেন না!
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে চেলসি। রিয়ালের মাঠে ২–০ গোলে হেরেছিল, একই ব্যবধানে হেরেছে নিজেদের মাঠেও। এই ম্যাচের বিশ্লেষক হিসেবে ফরাসি টিভি চ্যানেল ক্যানাল প্লাসে ছিলেন দ্রগবা। সেখানে বলেছেন, ‘আব্রামোভিচের সময় এই ক্লাবের একটা মান ছিল। কিন্তু এখন তাতে ঘাটতি আছে। তারা যেভাবে কিছু লোককে বিদায় করে দিয়েছে, তা দেখা আমার জন্য খুব কষ্টের ছিল। তাদের উচিত, নিজেদের আদর্শ ও মূল্যবোধ ফিরিয়ে আনা। এই ক্লাবকে এখন আর আমি চিনতে পারি না।’
- ট্যাগ:
- খেলা
- চ্যাম্পিয়ন্স লিগ