স্বপ্নকে এক কথায় প্রকাশ করতে পারবো না: তবীব
চ্যানেল আই
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১৩:৫৪
ছন্দে ছন্দে, র্যাপ আদলে সমাজের মানুষের মনের কথাগুলো বলে থাকেন তবীব মাহমুদ। তার গান মানেই যেন আগুনের ফুলকি!
বারবার নিজেকে প্রমাণ করা তবীব ২০১৯ সালে কামরাঙ্গির চরের রসুলপুর গলি থেকে ‘ঢাকাইয়া গাল্লি বয় রানা’কে হাজির করে প্রথম সাড়া ফেলে দিয়েছিলেন। এরপর সেই রানার ভাগ্য বদলে যায়। তবীব জানান, রানা এখন ক্লাস ফাইভে পড়ছে। সে খুব ভালো আছে। সম্প্রতি তবীব তার কণ্ঠ ও গানের কথায় আবার ঝড় তুলেছেন। যে গানে দুর্দান্তভাবে হাজির হয়ে শোরগোল ফেলে দিয়েছেন ঢাকার চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান।