![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/04/online/photos/mujibnagar-samakal-643caaec8401b.jpg)
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু
মেহেরপুরের মুজিবনগর স্মৃতি সৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আজ সোমবার (১৭ এপ্রিল) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল পতাকা উত্তোলন করেন।
পরে সকাল ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথিরা উপস্থিত হয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯ টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, বিজিবি, আনসার, গার্লস গাইড ও স্কুল কলেজের শিক্ষার্থী কর্তৃক গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন; সকাল ১০টায় আনসার ভিডিপি কর্তৃক মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে 'জল মাটি ও মানুষ' শিরোনামে গীতিনাট্য উপস্থাপনা। এ ছাড়া সকাল ১০টা ৪৫ মিনিটে মুজিবনগর শেখ হসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেবেন সরকারের মন্ত্রীবর্গ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।