You have reached your daily news limit

Please log in to continue


আইফোনের জন্য নতুন ফিচার ট্রুকলারের

ব্যবহারকারীদের জন্য একের পর এক স্মার্টফোন অ্যাপ সহজ করছে ব্যবহার পদ্ধতি। এরমধ্যে সবচেয়ে দরকারী এবং জনপ্রিয় অ্যাপ হচ্ছে ট্রুকলার। অপরিচিত নম্বরগুলো শনাক্ত করার জন্য এই অ্যাপ বেশ জনপ্রিয়। কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নেওয়া যায়।

এই ফিচারই অল্পদিনের মধ্যে দুর্দান্ত জনপ্রিয় করে তুলেছিল ট্রুকলারকে। একদিকে যেমন আপনি অজানা নম্বর ট্রুকলার থেকে দেখছেন, অন্যদিকে আপনার ফোন নম্বরও ফোনের অন্য প্রান্তে ট্রুকলারে ভেসে ওঠে। ফলে আপনার পরিচয় সহজেই জেনে নিতে পারে যে কেউ।

এবার আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন এক ফিচার নিয়ে হাজির হলো ট্রুকলার অ্যাপ। এখন আইফোনে কোনো স্প্যাম কলস এলে তারা জনাতে পারবেন ফোনটি কে করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন