রাশিয়ার ১৫ কর্মকর্তাকে বহিষ্কার করল নরওয়ে
রাশিয়ার ১৫ জন দূতাবাস কর্মকর্তাকে বহিষ্কার করেছে নরওয়ে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এই রুশ কর্মকর্তারা কূটনৈতিক পরিচয়ের আড়ালে গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন।
রাশিয়া এটিকে ‘একেবারে অবন্ধুত্বপূর্ণ’ সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করে এর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। খবর: রয়টার্স
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড এক বিবৃতিতে বলেছেন, এ ১৫ গোয়েন্দা কর্মকর্তা এমন সব কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা তাদের কূটনৈতিক মর্যদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার এসব কর্মকর্তাকে ‘ব্যক্তিত্বহীন ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের অবশ্যই নরওয়ে ছাড়তে হবে।