বাইরে রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন মাখেন, ঘরের মধ্যে থাকলেও সানস্ক্রিন মাখতে হবে ৩ কারণে
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩, ১২:৪০
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই পশ্চিমবঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতর থেকে।
চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে। যদি একান্ত যেতেই হয়, তখন রোদের প্রকোপ থেকে ত্বকের ক্ষতি এড়াতে ভাল করে সানস্ক্রিন মাখতে, ছাতা ব্যবহার করতে বলছেন ত্বক বিশেষজ্ঞরাও। কিন্তু বাড়িতে থাকলে কি সানস্ক্রিন মাখার কথা মাথায় থাকে?