নগরবাড়ী নৌবন্দরের আধুনিকায়ন শেষ হয়নি ৪ বছরেও
নানা জটিলতায় মেয়াদ ও ব্যয় বাড়িয়েও পাবনার নগরবাড়ী আধুনিক নৌবন্দর নির্মাণ কাজ শেষ হয়নি।
তিন বছরের প্রকল্পটি চার বছরেও শেষ না করতে পারায় সম্প্রতি আরও দুবছর সময় চেয়ে আবেদন করা হয়েছে বলে প্রকল্প পরিচালক মহিদুল ইসলাম জানান।
নির্মাণকাজে ধীরগতিতে পণ্য খালাস ও পরিবহন ব্যাহত হওয়ায় লোকসানে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।
২০২৫ সালের জুনের মধ্যে বন্দর কার্যক্রম পুরোপুরি শুরুর আশা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ – বিআইডব্লিইটিএ।