কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশে তার প্রভাব

বণিক বার্তা মোশাররফ হোসেন ভূঁইয়া প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১০:২৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১৩ মাস অতিক্রান্ত হয়ে ১৪তম মাস চলছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এ যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে। গত ১৭-১৯ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত সিকিউরিটি কনফারেন্সে যোগ দেয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের অধিকাংশ দেশ ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে আরো অধিক সামরিক সহায়তা অর্থাৎ অস্ত্রশস্ত্র সরবরাহ করে রাশিয়াকে ‘‌পর্যুদস্ত’ করার জন্য জোটবদ্ধ হয়েছে। কেউ সমঝোতা বা আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের কথা বললে ন্যাটোভুক্ত জোট তা আমলে নিচ্ছে না। তাদের কথা হলো আগ্রাসী দেশ রাশিয়াকে ‘শায়েস্তা’ করতে হবে। 


এদিকে এ যুদ্ধের বর্ষপূর্তির কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে উপস্থিতির মাধ্যমে তাদের সর্বাত্মক সহযোগিতার বিষয় জানান দিয়েছেন। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার দূরপাল্লার হিমারস রকেট আর্টিলারি ক্ষেপণাস্ত্র, পোল্যান্ড ও ব্রিটেন যুদ্ধবিমান এবং জার্মানি অত্যাধুনিক ল্যাপার্ড ট্যাংক সরবরাহ করে ইউক্রেন বাহিনীকে শক্তিশালী করেছে। শোনা যাচ্ছে চীন এ যুদ্ধে রাশিয়াকে সহায়তা করবে। ন্যাটো বাহিনী যদি সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে নিরাপত্তা ও সমরবিশারদরা। রাশিয়া এরই মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও