আফগানিস্তানে নারী কর্মী নিষিদ্ধ, জাতিসংঘের নিন্দা
আফগানিস্তানে নারী কর্মী নিষিদ্ধ করায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈষম্যমূলক ও আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনকারী এই নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব তুলে নিতে তালেবান নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
এক প্রতিবেদনে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আফগানিস্তানে জাতিসংঘের কার্যক্রম চালিয়ে যেতে নারী কর্মী অপরিহার্য।’তালেবান শাসকরা ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে ক্রমেই নারী স্বাধীনতা লঙ্ঘন করে চলেছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নারী অধিকার
- নারী কর্মী
- জাতিসংঘ